HWPL পূর্ণ রূপ : Heavenly Culture, World Peace, Restoration of Light
প্রতিষ্ঠাকাল : ২০১৩
সদর দপ্তর : সিউল, দক্ষিণ কোরিয়া
প্রতিষ্ঠাতা : Man Hee Lee
চেয়ারম্যান : Man Hee Lee
বাংলাদেশেস্থ কার্যালয় : Shamsul Hoque Khan School and College
বাংলাদেশস্থ কার্যালয় প্রধান : মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রিন্সিপাল সামসুল হক খান স্কুল এন্ড কলেজ
HWPL কর্তৃক প্রদত্ত পদবী : Peace Ambassador
কোঅর্ডিনেটর : মো. আল – আমিন, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান (ইংরেজি)
HWPL কর্তৃক প্রদত্ত পদবী : Peace Educator
লক্ষ্য ও উদ্দেশ্য :
- বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা এবং বিশ্বময় শান্তির বাণী পৌঁছে দেওয়া
- যুদ্ধ নয় শান্তি আনয়নে কাজ করা
- সংঘাত নয় সংলাপে বিশ্বাসী
- নিজের নয়, পরের স্বার্থে কাজ করা
- নিজে শান্তিপ্রিয় হওয়া, অন্যকে শান্তিপ্রিয় হওয়ার দাওয়াত দেওয়া
- লোভ লালসা, প্রাপ্তি -অপ্রাপ্তিকে বিসর্জন দিয়ে আত্মদানে ব্রত হওয়া
* মনুষ্যত্ব, যুক্তি ও ন্যায়ের প্রশ্নে সকল ধর্মের মানুষের মধ্যে একটি শান্তিপূর্ণ যোগাযোগ ও পারস্পরিক আস্থা স্থাপন করা ।
* অস্ত্র ফেলে মনুষ্যত্ববোধ ও শান্তির তৃষ্ণা সৃষ্টি করা ।
কার্যক্রম :
* লক্ষ্য বাস্তবায়নে সারাবছর ব্যাপী সামসুল হক খান স্কুল এন্ড কলেজে Peace Walk, Peace Talk, Peace Letter Campaign, Peace Workshop, Peace Seminar, Peace Education, Cleaning Program, Awareness Raising Program সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা ।
* প্রতি বছর ১৮ সেপ্টেম্বর HWPL Day তে HWPL এর দেশীয় ও আন্তর্জাতিক শান্তির দূতদের সমন্বয়ে Peace Summit এর আয়োজন করা।