মাতুয়াইলের অন্যতম বিশিষ্ট জন ও বিদ্যোৎসাহী আলহাজ্ব সামসুল হক খান। সমাজ বদলের দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। মানুষ আত্মগৌরব ছড়িয়ে দিতে নানারকম জ্বলজ্বলে কর্মকান্ডের দিকে ধাবিত হয়, তিনি তেমন ছিলেন না। মরহুম আলহাজ্ব সামসুল হক খান সমাজ ও জীবন নিয়ে অনেকটা স্বতন্ত্র ভাবনায় এগিয়ে আসেন। পশ্চাদপদ ডেমরা যাত্রাবাড়ী নিয়ে সংস্কারের প্রশ্নে তিনি মৌলক পরিবর্তনের চিন্তা করেন। তিনি বুঝতে পারেন শিক্ষার বিস্তারই সেই মৌলিক পরিবর্তন আনতে সক্ষম। তাঁর ভবিষ্যত ভাবনা সত্যিই নিখুঁত ছিলো। আজ মাতুয়াইলসহ বৃহত্তর ডেমরা যাত্রাবড়ীর যে পরিবর্তন দৃশ্যমান তার মূলে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অবদান রয়েছে। সূচনার ছোট্ট স্কুলটি আজ বড় ও বিকশিত। এ প্রতিষ্ঠান দেশের অন্যতম ল্যান্ডমার্ক। আধুনিক ও উন্নত পড়াশোনার জন্য সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মানুষের আকর্ষণ ও প্রেক্ষণ বিন্দুতে পরিণত হয়েছে। সমাজ বদলের এমন হাতিয়ারের জন্য মরহুম সামসুল হক খান সমাজের কাছে অমর হয়ে থাকবেন।
আলহাজ্ব সামসুল হক খান