SHKSC – SCOUT GROUP

প্রতিষ্ঠাকাল                      : ২০০১ খ্রি.

সভাপতি                          : প্রিন্সিপাল মো. মাহবুবর রহমান মোল্লা

সম্পাদক                          : মো. ইসমাইল হোসেন জাবেদ

শাখা                                :  কাব স্কাউট,  স্কাউট,  রোভার স্কাউট

 

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নং দল হিসেবে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের রেজিস্টারভুক্ত হয়।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য প্রাইমারি শাখায় কাবিং, মাধ্যমিক শাখায় স্কাউটিং ও উচ্চমাধ্যমিক শাখায় রোভারিং কার্যক্রম চালু রয়েছে। এ প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থীরা স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে। শিক্ষার্থীদেরকে আত্মনির্ভরশীল, চরিত্রবান, যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং একটি গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা স্কাউটিং এ ইতোমধ্যে জাতীয় জাম্বুরী, জাতীয় রোভার মুট, জাতীয় কাব ক্যাম্পুরী, জাতীয় কমডেকা, ডে ক্যাম্প ও আন্তর্জাতিক জাম্বুরীতে অংশগ্রহণ করে আসছে।
এছাড়াও স্কাউট শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন স্কাউটিং প্রশিক্ষণ ক্যাম্প, ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিষ্ঠান ও দেশের সুনাম বৃদ্ধি করেছে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের ৯২ জন স্কাউট ও স্কাউট নেতা বিশ্বের ৯টি দেশে বিভিন্ন স্কাউট প্রোগ্রামে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন। স্কাউট শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ২০ বছর ধরে গ্রুপ পর্যায়ে ৫ দিন ব্যাপী গ্রুপ ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া প্রতি বছর সমাজ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সম্পাদন করে, যেমন: ফ্রি রক্তের গ্রুপিং কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু সচেতনতা উদ্বুদ্ধকরণ, শিশু স্বাস্থ্য পরিচর্যা, করোনা মহামারীতে বিভিন্ন সময়ে দুস্থ্য অসহায় মানুষদের খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজেশন এবং মাস্ক বিতরন করে। ইতোমধ্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে ৬৪ জন কাব স্কাউট শিক্ষার্থী শাপলা অ্যাওয়ার্ড (কাব স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড); ১৪৫ জন স্কাউট শিক্ষার্থী প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড/স্বীকৃতি) এবং ১৫২ জন শিক্ষার্থী সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড) অর্জন করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭; ২০১৮; ২০১৯ ;২০২২; ২০২৩ সালে বিচারক মন্ডলীদের সার্বিক বিবেচনায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে দেশের শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচন করে শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করেন। এসব অর্জন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে দিয়েছে বাংলাদেশ স্কাউটস এর অন্যতম সেরা স্কাউট গ্রুপের মর্যাদা।

আমাদের অর্জন

২০১৫ সালে জাতীয় অ্যাওয়ার্ড:

সভাপতি অ্যাওয়ার্ড
স্কাউটার মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রিন্সিপাল, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

ন্যাশনাল সার্টিফিকেট
স্কাউটার মোঃ ইসমাইল হোসেন (উডব্যাজার), গ্রুপ স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

২০১৭ সালে জাতীয় অ্যাওয়ার্ড:

সিএনসি’স অ্যাওয়ার্ড
স্কাউটার মো. মাহবুবুর রহমান মোল্লা (উডব্যাজার), প্রিন্সিপাল, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

মেডেল অব মেরিট
স্কাউটার মোঃ ইসমাইল হোসেন (উডব্যাজার), গ্রুপ স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

ন্যাশনাল সার্টিফিকেট
স্কাউটার মোঃ সোহরাব হোসেন, সহ-সভাপতি, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ
স্কাউটার মো: নুরুল আমিন (উডব্যাজার) কাব স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
স্কাউটার মো. তানভির রহমান, স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

২০১৯ সালে জাতীয় অ্যাওয়ার্ড:

ন্যাশনাল সার্টিফিকেট
স্কাউটার গোলাম মুর্শিদ মিঞা, স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
স্কাউটার মো: রাসেল, স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

২০২০ সালে জাতীয় অ্যাওয়ার্ড:

বার টু দি মেডেল অব মেরিট
স্কাউটার মোঃ ইসমাইল হোসেন (উডব্যাজার), গ্রুপ স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

ন্যাশনাল সার্টিফিকেট
স্কাউটার শংকরী রানী সাহা (উডব্যাজার), স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

২০২১ সালে জাতীয় অ্যাওয়ার্ড:

মেডেল অব মেরিট
স্কাউটার মোঃ আব্দুল মতিন, সহ-সভাপতি, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ
স্কাউটার সালমা কবির, কাব স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
স্কাউটার আতিকুর রহমান, কাব স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
স্কাউটার কামরুন নাহার নিপা, গার্ল-ইন স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
স্কাউটার মো. তানভির রহমান, স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

ন্যাশনাল সার্টিফিকেট

স্কাউটার মোঃ আলমগীর হোসেন, সদস্য গ্রুপ কমিটি, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ
স্কাউটার ইখতিয়ার উদ্দিন বিশ^াস, স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড
স্কাউটার মোঃ ইসমাইল হোসেন (উডব্যাজার), গ্রুপ স্কাউট লিডার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

শাপলা কাব অ্যাওয়ার্ড

২০১৩ সালে ০৬ জন
২০১৪ সালে ০১ জন
২০১৬ সালে ১২ জন
২০১৭ সালে ০৮ জন
২০১৮ সালে ০২ জন
২০১৯ সালে ০৪ জন
২০২০ সালে ১৬ জন
২০২১ সালে ১৫ জন

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

২০১১ সালে ০৩ জন
২০১২ সালে ০৬ জন
২০১৩ সালে ০৭ জন
২০১৪ সালে ১৪ জন
২০১৫ সালে ১৬ জন
২০১৬ সালে ২৮ জন
২০১৭ সালে ০৯ জন
২০১৮ সালে ১৮ জন
২০১৯ সালে ৩৫ জন
২০২০ সালে ০৯ জন

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড

২০১৫ সালে ১৮ জন
২০১৬ সালে ১৬ জন
২০১৭ সালে ৪০ জন
২০১৮ সালে ৪০ জন
২০১৯ সালে ১৩ জন
২০২০ সালে ১২ জন
২০২১ সালে ১৩জন