প্রতিষ্ঠাকাল : ০১/০৬/২০২২ ইং
সভাপতি : মোঃ মাহবুবুর রহমান মোল্লা
সাধারণ সম্পাদক : মোঃ আব্দুর রহমান
কম্পিউটার ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ০১ জুন ২০২২ সালে কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠিত হয়। উক্ত ক্লাবে স্কুল শাখার প্রভাতি, দিবা এবং ইংলিশ ভার্সন সমন্বিতভাবে অংশগ্রহন করছে। ক্লাবটি প্রথম থেকেই গতানুগতিক সহ-শিক্ষা কার্যক্রম এর বাইরে শিক্ষার্থীদের সম্পূর্ণ প্রয়োগমূলক পদ্ধতিতে বিভিন্ন কোর্স কার্যক্রম চালিয়ে যাওয়ার উপর জোড়ালো ভূমিকা রাখছে।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাবে কম্পিউটার প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, এমএস অফিস, ওয়েব ডিজাইন, ব্যাসিক কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন কোর্স চালু আছে। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় ৩০০ জন।
প্রযুক্তি যুগের সাথে নিজেকে মানিয়ে নেয়া এবং পরিবেশ উপযোগি করে তোলা উক্ত ক্লাবের অন্যতম লক্ষ্য। এছাড়া সদ্যসদের সঠিক এবং নির্ভুল প্রয়োগিক শিক্ষার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিত করা এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ক্লাবটি।