ডিজিটাল লটারিতে ১ম অপেক্ষমান তালিকা থেকে ৬ষ্ঠ শ্রেণির বালিকা (সিরিয়াল: ০১-১০০) এবং বালক (সিরিয়াল: ০১-১০০) পর্যন্ত 

ডিজিটাল লটারিতে ১ম অপেক্ষমান তালিকা থেকে ৬ষ্ঠ শ্রেণির বালিকা (সিরিয়াল: ০১-১০০) এবং বালক (সিরিয়াল: ০১-১০০) পর্যন্ত  কাগজপত্র যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ সকাল ৮:৩০ টায় (পূর্বে প্রদত্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র সহ) উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। আসন শূন্য থাকা সাপেক্ষে ১ম অপেক্ষমান তালিকার অবশিষ্ট শিক্ষার্থীদের পরবর্তীতে ডাকা হবে।